পাপুয়া নিউগিনিতে তীব্র ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
নিউজ ডেস্ক:
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪৬ এএম, ১৫ মে ২০১৯ বুধবার

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে মঙ্গলবার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ‘ইউএসজিএস’ জানিয়েছে আঘাত হানা এ ভূমিকম্পটির মাত্রা ছিলো রিখটার স্কেলে ৭ দশমিক ৫।
ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিলো দেশটির নিউ ব্রিটেন অঞ্চলের পূর্বদিকে অবস্থিত শহর কোকোপো সিটির প্রায় ৪৮ কিলোমিটার (৩০ মাইল) উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। - খবর আনাদলু এজেন্সি
ভূমিকম্পের পরপরই দেশটিতে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। তবে এখনও কোনো ক্ষয়-ক্ষতি বা প্রাণহানীর খবর পাওয়া যায়নি।
এ অঞ্চলটিতে সম্প্রতি সময়ে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। গেল বছরের সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার পালু’তে আঘাত হানা ৭ দশমিক ৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ৪ হাজার ৩৪০ জনের মৃত্যু হয়েছিলো।