বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

‘তিউনিসিয়ায় মৃত বাংলাদেশিদের মরদেহ দ্রুত আনা হবে’

নিউজ ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৪ এএম, ১৫ মে ২০১৯ বুধবার

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে মৃত ৩৭ বাংলাদেশির মরদেহ শনাক্ত হলে দ্রুত তা দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মানব পাচারে যেসব ট্রাভেল এজেন্সি জড়িত সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন তথ্য মতে আমরা জানতে পারি প্রায় ৩৭ জন বাংলাদেশি মারা গেছে, যা খুবই দুঃখজনক। ৩৭ জনের মধ্যে ৫ জনের মরদেহ পাওয়া গেছে। তারা বাংলাদেশের নাগরিক, তাদের দেশে আনার ব্যবস্থা করা হবে।