মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

১ লাখ ১০ হাজার টাকায় বিক্রি হল একটি মোরগ!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৬ এএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার

একটি পোষা মোরগ বিক্রি হল ১ লাখ ১০ হাজার টাকায়। কেরালার কোট্টায়ামের একটি চার্চে সম্প্রতি নিলামে এই অবিশ্বাস্য দাম ওঠে ওই মোরগটির। খবর আনন্দবাজার।

প্রতিবছর উৎসবের অঙ্গ হিসেবে একটি মোরগ নিলাম হয় কোট্টায়ামে পোনপল্লি সেন্ট জর্জ জ্যাকোবিট সিরিয়ান অর্থোডক্স চার্চে। গত বছর একটি মোরগ ৬০ হাজার টাকায় বিক্রি হয়ে বেশ আলোড়ন সৃষ্টি করে। এবারের মোরগের দাম শুনে আরো অবাক হয়ে যান সবাই। কারণ এটির বাজার দর হবে বড় জোর ৫০০ টাকা!

চার্চ কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন উৎসবে এলাকার মানুষ রুটি ও মোরগ দান করে থাকে। মোরগ রান্না করে রুটির সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে চার্চ। কিন্তু একটি মোরগ রেখে দেয়া হয়। সেটাকে বলা হয় ‘পন্নুম কোঝি’। এটিকেই নিলামে তোলা হয়। যে সবচেয়ে বেশি দর দেন তিনিই পান এই মোরগ।

মনোজ জোসেফ নামের এক যুবক গত ১৮ বছর ধরে এই মোরগ কিনছেন। তিনি কোয়ম্বত্তুরে ব্যবসা করেন। চার্চ সংলগ্ন এলাকার এক নারীকে ১৮ বছর আগে বিয়ে করেন। তারপর থেকে প্রতিবছর নিলামে অংশ নেন। আর প্রতিবার তিনিই জেতেন নিলাম।