মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৮ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

ফারহান-ইভানার ‘এখন তুমি’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৭ এএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার

নতুন একটি মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছেন অভিনেত্রী পারসা ইভানা ও অভিনেতা মুশফিক আর ফারহান। সম্প্রতি রাজধানীর উত্তরায় ‘এখন তুমি’ শিরোনামের মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে।

 

গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন। কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী ন্যানসি ও ইভান শেখ। গানের কথার সঙ্গে মিল রেখে গল্পনির্ভর ভিডিওটি নির্মাণ করেছেন রাফসান সানি।

এ প্রসঙ্গে পারসা ইভানা বলেন, ‘এখন তুমি’ গানটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর যে গল্পে কাজটি করেছি সেটি খুব চমৎকার। এখানে আমাকে একসঙ্গে নায়িকা ও ভিলেন চরিত্রে দেখা যাবে। একটু অন্যরকম চরিত্রে কাজটি করতে পেরে ভাল লেগেছে।

গায়ক ইভান শেখ বলেন, গানটি একটু স্যাড ঘরানার। তবে এটি রোমান্টিক আদলে একটু অন্যরকম স্বাদ নিয়ে তৈরি করেছি। এটি নিয়ে আমি খুবই আশাবাদী। এই গান ও ভিডিওর সঙ্গে জড়িত সবাই নিজেদের জায়গা থেকে সেরাটা দিয়ে কাজ করেছেন।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ‘ই সিরিজ’র ব্যানারে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।