পারিবারিক কলহের জেরে গলার হার খেয়ে বিপাকে নারী!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৮ এএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার

পারিবারিক অশান্তিতে মানুষ অনেক সময় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। চীনের এক নারী পারিবারিক কলহের জেরে মেজাজ হারিয়ে গলার সোনার হার ছিঁড়ে গিলে ফেলেছিলেন। এ নিয়ে তুলকালাম কান্ডও ঘটে, বিপাকে পড়ে শেষ পর্যন্ত ঐ নারীকে হাসপাতালে নিয়ে উদ্ধার করা হয় সেই হার।
গত শুক্রবার চীনের শাংডং প্রদেশের এক মধ্য বয়সী নারী পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঝগড়া করে তাদেরেই সামনে রাগের মাথায় ৪০ সে.মি. সোনার হার গিলে ফেলেছিলেন। পরে প্রাণ বাঁচাতে শেষে হাসপাতালে তাঁর দেহে জরুরি অস্ত্রোপচারের সাহায্য পড়ে।
জানা যায়, হাসপাতালে ভর্তি করার পর এক্স-রে রিপোর্টে তার পাকস্থলিতে পাওয়া যায় সেই গয়না। চিকিৎসকরা জানান, হার বের না করলে তাঁর খাদ্যনালি ফুটো হয়ে রক্তপাত হওয়ার আশঙ্কা ছিল। হারের এক প্রান্তে ছোট হুক থাকায় একজোড়া ফরসেপের সাহায্যে শেষ পর্যন্ত বের করতে হয়।