সন্ধ্যায় ‘আনলিমিটেড’ বার্গার অফার!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:১১ এএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকাসহ বিভিন্ন শহরের অসংখ্য রেস্তোরাঁ ও রেস্টুরেন্টে চলছে নানা রকমের অফার। এরমধ্যে নির্দিষ্ট টাকার মধ্যে ‘অনলিমিটেড’ খাবারের অফার করছে বিভিন্ন প্রতিষ্ঠান। ঢাকার অভিজাত রেস্টুরেন্ট টেকআউটও পিছিয়ে নেই! তারা নিয়ে এল ‘আনলিমিটেড’ বার্গার অফার।
রেস্টুরেন্টটি এক বিবৃতিতে জানায়, এই অফারটিতে একটি কোমল পানীয়সহ থাকছে আনলিমিটেড বারবিকিউ বিফ, বারবিকিউ চিকেন, বিফ বার্গার উইথ চিজ, চিকেন বার্গার উইথ চিজ খাওয়ার সুযোগ। মাত্র ৬৯৯ টাকায় যেকেউ অংশ নিতে পারবেন।
মূলত, বার্গারের জন্যই ‘টেকআউট’ তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। বার্গারের মান, পরিবেশনা থেকে শুরু করে রেস্টুরেন্টের সুন্দর, পরিপাটি সাজানো পরিবেশের জন্যও রেস্টুরেন্টটির বেশ নাম আছে। তাদের এই আনলিমিটেড বার্গার অফারটি যেকোনো আউটলেটে চলবে ইফতারের সময় থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত।