শুক্রবার   ২৪ অক্টোবর ২০২৫   কার্তিক ৯ ১৪৩২   ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে মিস ওয়ার্ল্ডের লাবণী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৩২ এএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেয়া বিতর্কিত আফরিন সুলতানা লাবণী। তিনি উপ-সাংস্কৃতিক সম্পাদক পদ পেয়েছেন। 

জানা গেছে, লাবণী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে অধ্যয়ন করছেন। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন লাবণী।

বিবাহিত হয়েও তিনি ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেন। প্রথমে বিষয়টি অজানা থাকায় তিনি সেরা দশে জায়গা করে ‘বিহেভিয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন।