কপাল খুলছে রাহীর
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫০ পিএম, ১৩ মে ২০১৯ সোমবার

ওয়ানডে ক্রিকেটে অভিষেকের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে রাহীর। সব ঠিক থাকলে সোমবার উইন্ডিজের বিপক্ষে জাতীয় দলের হয়ে প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবেন আবু জায়েদ চৌধুরী রাহী।
চোটের কারণে উইন্ডিজের বিপক্ষে আজকের ম্যাচ খেলতে পারছেন না মোহাম্মদ সাইফউদ্দিন। আর এতেই কপাল খোলে রাহীর।
সাইফউদ্দিনের ইঞ্জুরির কারনে রাহীকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে টিম ম্যানেজম্যান্ট সুত্রে জানা গেছে। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও এখনো কোনো ওয়ানডে খেলা হয়নি রাহীর। এর আগে তীয় দলের হয়ে ৫ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
সাইফউদ্দিনের ইনজুরির কারণে রুবেলকে খেলানোর পরিকল্পনা থাকলেও সেটা হচ্ছেনা। জানা গেছে বিশ্বকাপের ব্যাস্ত সূচী সামনে রেখে স্কোয়াডভুক্ত সবাইকে বাজিয়ে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট।
কিন্তু পরীক্ষিত রুবেলকে বাজিয়ে দেখার কিছু দেখছেন না তারা। তাই আবু জায়েদকে সুযোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাই বলা যায় সব ঠিক থাকলে আজ ম্যালাহাইডের দ্যা ভিলেজ ক্রিকেট গ্রাউন্ডে ওয়ানডে ফরমেটের ১৩১ নম্বর ক্যাপ উঠতে যাচ্ছে রাহীর মাথায়।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ব্যাটসম্যান), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আবু জায়েদ রাহী, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।
উইন্ডিজের সম্ভাব্য একাদশ
জন ক্যাম্পবেল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জনাথন কার্টার, সুনীল অ্যামব্রিস, জেসন হোল্ডার-(অধিনায়ক), অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল ও শ্যানন গ্যাব্রিয়েল।