মাদ্রিদ ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৭ পিএম, ১৩ মে ২০১৯ সোমবার

মাদ্রিদ ওপেনের ফাইনালে জয়ের মধ্য দিয়ে ৩৩তম মাস্টার ফাইনাল জয় করলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ফাইনালে ৬-৩, ৬-৪ সরাসরি সেটে সিটসিপাসকে হারিয়েছেন এই সার্বিয়ান তারকা।
রাফায়েল নাদালকে সেমি ফাইনালে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন জোকোভিচ। আর কোয়ার্টারে রজার ফেদেরারকে হারিয়ে সেমিতে আসে সিটসিপাস। সেখান থেকে অস্ট্রিয়ান থিয়ামকে হারিয়ে ফাইনালে।
তবে ১৫ বারের গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচের সামনে যেন পাত্তায় পায়নি এই গ্রীক তারকা। মাত্র এক ঘন্টা ৩২ মিনিটেই নিজের ৩৩তম মাস্টার শিরোপা জয় করে নেন ৩১ বছর বয়সী এই সার্বিয়ান।