ইংলিশ লিগের বর্ষসেরা ফুটবলার ফন ডাইক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১৩ মে ২০১৯ সোমবার

ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে জুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য এবার ইংলিশ লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন লিভারপুলের মিডফিল্ডার ফন ডাইক।
লিভারপুলের হয়ে এবার লিগে শেষ ৩৭ ম্যাচে দলের হয়ে কেবল ৩৫ মিনিট মাঠের বাইরে ছিলেন লিভারপুল এ ডিফেন্ডার। রক্ষণে অসাধারণ পারফরম্যান্সে এবার লিভারপুলের জালে হতে যাওয়া ২০ টি গোলের প্রচেষ্টা নষ্ট করে দেন তিনি। দারুণ দক্ষতায় রক্ষণ সামলানোর পাশাপাশি অলরেডসদের হয়ে ৪টি গোল করেছেন বেলজিয়ান এ তারকা।
কিছুদিন আগে প্রফেশনাল ফুটবলার অ্যাওয়ার্ড পেয়েছেন ফন ডাইক। এবার ইংলিশ লিগের বর্ষসেরা ফুটবলারের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।
ইংলিশ লিগে বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে সতীর্থ মোহাম্মদ সালাহ, সাদিও মানে ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো, বের্নার্দো সিলভা, রহিম স্টার্লিং এবং চেলসির ইডেন হ্যাজার্ডকে পিছনে ফেলেছেন ফন ডাইক।
লিভারপুলের ফুটবলার হিসেবে টানা দ্বিতীয়বারের মতো এ পুরস্কার জিতলেন ফন ডাইক। গতবছর লিভারপুলের হয়ে এ পুরস্কার জেতেন মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ।