মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৮ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

টাবুর বিয়ে ভেস্তে দিলেন অজয় দেবগন!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ১৩ মে ২০১৯ সোমবার

অজয় দেবগন ও টাবুর বন্ধুত্বের কথা কে না জানে! কাজল আর অজয়ের প্রেম হওয়ার আগে থেকেই তারা দুজন খুব ভাল বন্ধু! তাদের বন্ধুত্বে অন্য কিছুর মানে প্রেমের গন্ধ কখনই ছিল না। সামনেই আসতে চলেছে টাবু ও অজয় অভিনীত ছবি ‘দে দে প্যায়ার দে’। সেই ছবিতে অজয়ের নায়িকা হয়েছে টাবু। এর আগেও তারা এক সঙ্গে অনেক হিট ছবি করেছেন। অনেক দিন পর আবার তাদের এক সঙ্গে নায়ক নায়িকার ভূমিকায় দেখা যাবে।

এই ছবির প্রমোশনের জন্যই তারা গিয়েছিলেন কপিল শর্মার শো-তে। সেখানে কপিল মজা করে টাবুর স্বয়ংবর সভার আয়োজন করেন। তখন ওখানে উপস্থিত দর্শকের মধ্যে থেকেই কয়েকজন যুবক সেই প্রতিযোগিতায় অংশ নেয়। এক যুবক টাবুকে খুশি করতে বলে, আপনি তো সারাক্ষণ গাড়িতেই চড়েন। আমি আপনাকে বাইকে চড়াবো। তবে তার জন্য আমায় বিয়ে করতে হবে।

অজয় বলে ওঠে, আরে ওকে আমি অনেক বাইকে চড়িয়েছি। অন্য কিছু বল। তখন টাবু মজা করে বলেন, আমার এই বিয়েটাও ভেস্তে দিল। ও চায় না আমার বিয়ে হোক! বলেই হাসতে ধাকলেন দুজনে।