ইফতারের পরে হোক ভেনিলা আইস্ক্রিম বানানা মিল্কশেক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:০২ পিএম, ১৩ মে ২০১৯ সোমবার

তীব্র তাপদাহে মাহে রমজানের প্রথম দিন অতিবাহিত হচ্ছে। রোজার গোড়াতেই হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। তাপদাহ আরও বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
প্রকৃতপক্ষে এবারের বৈশাখে গরমের তীব্রতা জ্যৈষ্ঠ মাসকেও হার মানিয়েছে। আর এমন গরমের দিনে ইফতারের আয়োজনে যদি থাকে আইস্ক্রিম তাহলে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে।
ইফতারে ঘরেই তৈরি করতে নানা রকম আইস্ক্রিমের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী নাবিলা হোসেন।
রেসিপিরনাম: ভেনিলা আইস্ক্রিম বানানা মিল্কশেক
উপকরণ:
১) ভেনিলাআইস্ক্রিম
২) পাকাকলা১কাপ
৩) চিনি২টেবিলচামচ
৪) তরলদুধ১কাপ
৫) চেরি
প্রনালী: প্রথমে ব্লেন্ডারে আইস্ক্রিম বাদে সব উপকরণ দিয়ে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড হলে আইস্ক্রিম দিয়ে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে চেরি দিয়ে পরিবেশন করতে হবে।