ইফতারে রকমারি শরবত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১৩ মে ২০১৯ সোমবার

গরমের কারণে শরীরে যাতে পানিশূন্যতা দেখা না দেয় এ কারণে সেহরি ও ইফতারে পর্যাপ্ত পানি পান করা দরকার।পানির পাশাপাশি ইফতারে বিভিন্ন ধরনের শরবতও খেতে পারেন। স্বাদের পাশাপাশি এগুলো শরীরে প্রশান্তিও এনে দেবে। ইফতারে রকমারি সব শরবতের রেসিপি জানিয়েছেন রন্ধনশিল্পী নাজরানা লোপা
উপকরণ : তরমুজ টুকরা ২ কাপ, আদা কুচি ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, পুদিনা পাতা ৪-৫টি, চিনি পরিমাণমতো, লবণ স্বাদমতো, পানি ১ কাপ।
প্রস্তুত প্রণালি :সব উপকরণ ব্লেন্ডারে ঢেলে ব্লেন্ড করে নিন। ছেঁকে শরবতটি ফ্রিজে রেখে দিন। পরিবেশনের সময় বরফ কুচি ও তাজা পুদিনা পাতা দিয়ে গার্নিস করে পরিবেশন করুন।
কাঁচা আমের স্মুদি
উপকরণ : কাঁচা আম ৫-৬টি, টক দই ১ কাপ, চিনি ১ কাপ, মধু ১ টেবিল চামচ, বিট লবণ ১ চা চামচ, পুদিনা পাতা আধা কাপ, কাঁচা মরিচ ২-৩টি, লবণ পরিমাণমতো, টালা জিরার গুঁড়া আধা চা চামচ।
প্রস্তুত প্রণালি : সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে প্রয়োজনমতো পানি মিশিয়ে নিন। গ্লাসে বরফ ঢেলে পরিবেশন করুন।
আনারসের শরবত
উপকরণ : আনারস কুচি ২ কাপ, পুদিনা কুচি ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, বিট লবণ আধা চা চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি : সব উপকরণ ব্লেন্ড করে নিন। ছাকনি ব্যবহার করে শরবত ছেঁকে নিয়ে ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। পরিবেশনের সময় গ্লাসে বরফ কুচি ও তাজা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
উপকরণ : কাঁচা আমের টুকরা ১ কাপ, শসা টুকরা ১ কাপ, ধনে পাতা পেস্ট ১ চা চামচ, পুদিনা পাতা পেস্ট ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি আধা কাপ, লবণ ১ চা চামচ, বিট লবণ ১ চা চামচ, টালা জিরা গুঁড়া ২ চা চামচ।
প্রস্তুত প্রণালি : সব উপকরণ ব্লেন্ড করুন। ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। পরিবেশনের সময় বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।