মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

শ্রীলংকায় ফের বন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪২ এএম, ১৩ মে ২০১৯ সোমবার

শ্রীলংকায় মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় দেশটিতে ফের বন্ধ করা হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম।

রোববার দেশটির পশ্চিম উপকূলীয়বর্তী শহর চিলাও’তে ফেসবুকে শুরু হওয়া বিতর্ককে কেন্দ্র করে এক মুসলিম ব্যক্তিকে প্রহার ও শহরটির মসজিদসহ মুসলিম মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। -খবর রয়টার্স 

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ফেসবুকে বিতর্কিত পোস্ট প্রকাশ করার অভিযোগে ৩৮ বছর বয়সী আব্দুল হামিদ মোহাম্মদ হাসমার নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

তিনি ফেসবুকে এক পোস্টে লিখেছিলেন, ‘একদিন তোমরা কাঁদবে।’ পোস্টটিকে স্থানীয়রা তাদের প্রতি সহিংস হুমকি হিসেবে নেয় ও তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় পুলিশ কুলিয়াপিতিয়া ও দুম্মালসুরিয়া এলাকা থেকে রোববার ও সোমবার সকালে বেশ কয়েকজনকে আটক করেছে।

সেনাবাহিনীর মুখপাত্র সুমিত আতাপাত্তু জানিয়েছেন, পরিস্থীতি নিয়ন্ত্রণে রাখতে শহরে রাতের বেলা কারিফিউ জারি করা হয়েছে। 

এছাড়া ভুল তথ্য ও গুজব ছড়ানো রোধে দেশটির কর্তৃপক্ষ সামাজিক যোগোযোগের মাধ্যমসমূহ অস্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছে।