মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পানামা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২১ এএম, ১৩ মে ২০১৯ সোমবার

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পানামা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। স্থানীয় সময় রবিবার এই ভূমিকম্পের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

কোস্টা রিকা সীমান্তের খুব কাছে উপকূলবর্তী শহর ডেভিড থেকে ২৯ মাইল উত্তর-পশ্চিমে এদিনের ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল বলে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে। 

ভূপৃষ্ঠের ২৭ কিলোমিটার গভীরে এটি সৃষ্টি হয়েছিল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে বলে সে দেশের দমকল বিভাগ জানিয়েছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। 

 

এদিকে, বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সে সময় ঘরবাড়ি দুলছিল বলে জানিয়েছেন অনেকে।