মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

মাতৃত্ব দিবসে যমজ কন্যার মা হলেন ‘লৌহমানবী’ শর্মিলা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৩ এএম, ১৩ মে ২০১৯ সোমবার

বিশ্ব মাতৃত্ব দিবসে যমজ কন্যা সন্তানের মা হলেন ইরম শর্মিলা চানু। রবিবার রবিবার বেঙ্গালুরুর একটি হাসপাতালে সকাল ৯টা ২১ মিনিটে দুই সন্তানের জন্ম দেন এই ‘লৌহমানবী’।

তবে মাতৃত্ব দিবসে সন্তান জন্ম দেওয়া নেহাতই কাকতালিয় বলে জানিয়েছেন শর্মিলার চিকিৎসক। রবিবার । তিনি জানান, এক মিনিটের ব্যবধানে ভূমিষ্ঠ হয় ডেসমন্ড-শর্মিলার যমজ কন্যা নিক্স সখী ও অটম তারা। মা ও দুই শিশু সুস্থই রয়েছে। খুব শীঘ্রই বাচ্চাদের ছবি প্রকাশ করা হবে।
 
হাসপাতাল সূত্রে খবর, ৪৬ বছরের শর্মিলা বা তার পরিবার এই বিষয়টিকে পারিবারিক রাখতে চাইছেন। 

উল্লেখ্য, মণিপুরের শর্মিলা চানু উত্তর-পূর্বের বাসিন্দাদের মানবাধিকারের দাবিতে দীর্ঘ আন্দোলন করেন। টানা ১৬ বছর অনশনও করেছিলেন তিনি। ২০১৬ সালে তিনি অনশন প্রত্যাহার করেন। পরের বছর ২০১৭ সালে তিনি দীর্ঘদিনের ব্রিটিশ বন্ধু ডেসমন্ড কুটিনহোকে বিয়ে করেন।