সোমবার   ২৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৬ ১৪৩১   ২০ শাওয়াল ১৪৪৫

সক্ষম ব্যক্তিকে যাকাত দেওয়ার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৫৫ এএম, ১৩ মে ২০১৯ সোমবার

 প্রত্যেক সক্ষম ব্যক্তিকে যাকাত দেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

রোববার (১২ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরের মধুমতি হলে রোগী কল্যাণে সমাজসেবায় বিশেষ যাকাত মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সৃষ্টিকর্তা আমাদের বেশ কিছু আদেশ পালন বা নির্দেশনা দিয়েছেন এর মধ্যে যাকাত একটি।

তিনি বলেন, আমাদের সমাজে যাদের সক্ষমতা আছে তাদের প্রত্যেককেই যাকাত দিতে হবে। সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে যাকাত দেওয়ার অনুরোধ করেন তিনি।

সংস্থাটির মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সিনিয়র সচিব মিজ জুয়েনা আজিজ প্রমুখ।

সভাপতির বক্তব্যে নুরুল কবির বলেন, অসহায়, দুস্থ ও দরিদ্র রোগীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম। কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে গঠন করা হয়েছে রোগী কল্যাণ সমিতি। ১৯৫৮ সালে এ সমিতির পরিক্রমা শুরু হয়ে ঢাকা মহানগরীসহ জেলা পর্যায়ে ১০১টি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪১৯টিসহ মোট ৫২০টি ইউনিট এ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে। এক বছরের মধ্যে এটি ৬০০ তে উন্নীত হবে বলে তিনি জানান।

চিকিৎসকের সঙ্গে যোগাযোগ স্থাপন করে রোগীর চাহিদা নিরুপন ও প্রযোজ্য সহায়তার মাধ্যমে রোগীর পরিপূর্ণ সুস্থতা নিশ্চয়তা প্রদান করা সমাজ সেবার লক্ষ্য ও উদ্দেশ্য বলে তিনি জানান।

যাকাত মেলায় ২৮টি প্রতিষ্ঠান অনুদান সংগ্রহ করেছে। এদের মধ্যে- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট, ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট, মাতৃসদন ও শিশু সদন হাসপাতাল, বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, মহানগর জেনারেল হাসপাতাল, ডা. এম আর খান শিশু হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা কমিউনিটি হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার, হলি ফ্যামিলি হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল উল্লেখযোগ্য।