সোমবার   ২৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৬ ১৪৩১   ২০ শাওয়াল ১৪৪৫

শেখ হাসিনা সরকার সাংবাদিক বান্ধব সরকার : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২২ পিএম, ১২ মে ২০১৯ রোববার

দেশ ও জাতির অগ্রগতিতে সাংবাদিকদের ভূমিকার কথা স্মরণ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এ পেশায় যারা কাজ করছেন, তাদের সবধরনের সহযোগিতা করা হবে। ঢাকা, চট্টগ্রামে নিয়োজিত সাংবাদিকদের আবাসন সমস্যা নিরসনে কাজ করছি।’ ১১ মে নগরের রীমা কনভেনশন সেন্টারে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা সরকার সাংবাদিক বান্ধব সরকার। গণমাধ্যম কর্মীদের কল্যাণে সবসময় আমরা সজাগ।

ক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং ক্লাবের সদস্যরা অংশ নেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সংবাদকর্মীদের এ আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের লেখনীর মধ্য দিয়ে দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করতে সহযোগিতা করবেন।

শুভেচ্ছা বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী,  চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালি ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলি মো. ফজলুল্লাহ প্রমুখ।