শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

চলে গেলেন দ্বিজেন মুখোপাধ্যায়

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২২ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

আধুনিক বাংলা গানের জনপ্রিয় শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় আর নেই। সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে কলকাতার সল্টলেকের তার বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়।

চলতি বছরে আগস্ট মাস একাধিক রোগে আক্রান্ত হয়েছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়। রক্তে অক্সিজেনের ওঠানামার ফলে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পাঁচজনের একটি মেডিকেল টিম চিকিৎসা করছিল বিশিষ্ট ওই সংগীত শিল্পীর। সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছিলেন। কিন্তু ফের অবস্থার অবনতি হয়। 

১৯২৭ সালের ১২ নভেম্বর জন্মগ্রহণ করেন বাংলা গানের স্বর্ণযুগের সংগীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। তার গানের গলার সঙ্গে অনেকেই হেমন্ত মুখোপাধ্যায়ের মিল খুঁজে পান। তার গলায় রবীন্দ্রনাথ ঠাকুরের গান অন্য মাত্রায় পৌঁছে যেত। এমনকি ছয়ের দশকে একাধিক ছবিতেও রবীন্দ্রসংগীত গেয়েছেন তিনি। 

দ্বিজেন মুখোপাধ্যায়ের সঙ্গে সলিল চৌধুরির বন্ধুত্ব ছিল দীর্ঘদিনের। চল্লিশের শেষের দিকে একসঙ্গে অনেক গানও উপহার দিয়েছেন তারা। যার মধ্যে উল্লেখযোগ্য ‘রেখো মা দেশেরে মনে’, ‘একদিন ফিরে যাব চলে’। এর পাশাপাশি ‘জাগো দুর্গা’ গেয়ে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিলেন শিল্পী। 

পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও সমান জনপ্রিয় ছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়। এ শিল্পী বাংলাদেশেও ভ্রমণ করেছেন একাধিকবার।

সংগীতে অবদানের জন্য ২০১০ সালে পান ভারত সরকারের পদ্মভূষণ পুরষ্কার। পরের বছর পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি।