স্ত্রীর প্রশংসা করায়...
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২০ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
একজন খেলার মাঠে ঝড় তুলেন, অন্যজন বিনোদন অঙ্গন দাপিয়ে বেড়ান। তারা হলেন, ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ এর ১১ ডিসেম্বর ইতালির মিলানে বিয়ে করেছিলেন এই দুই মেরুর তারকা।
ক'দিন আগে অস্ট্রেলিয়ায় নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উদ্যাপন করছে এই তারকা জুটি। কিন্তু বিবাহবার্ষিকী উদ্যাপনের রেশ কাটতে না কাটতেই বিব্রতকর পরিস্থির মুখোমুখি হতে হয়েছে বিরাট কোহলিকে।
এনডিটিভি জানায়, সম্প্রতি আনন্দ এল রায়ের সিনেমা 'জিরো' মুক্তি পেয়েছে। এতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন আনুশকা শর্মা। প্রিয় স্ত্রীর অভিনীত ছবি বলে কথা , না দেখে যাবেন কই? 'জিরো' দেখার পর শুধু নিজের স্ত্রীর অভিনয়ের গুণকীর্তন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েন বিরাট কোহলি।
বিরাট কোহলি ও আনুশকা শর্মা
স্ত্রী আনুশকার উচ্ছ্বসিত প্রশংসা করে টুইট করেন কোহলি। টুইটারে তিনি লেখেন, 'জিরো দেখলাম। দারুণ লাগল। আমি নিজে খুব উপভোগ করেছি। সকলেই যার যার নিজের ভূমিকায় ভাল করেছে। অনুষ্কার শর্মার পারফর্মেন্স ভাল লেগেছে। কারণ আমার মনে হয়, খুব চ্যালেঞ্জিং রোল ছিল, যেটা ও অসাধারণ করেছেন।'
তার পরই টুইটারে শুরু হয়ে যায় বিরাটের মন্তব্য নিয়ে কাটাছেড়া। এটাই অবশ্য প্রথম নয়। এর আগে আনুশকার অভিনীত 'সুই ধাগা' ও 'পরী' নিয়ে প্রশংসা করায় ট্রোলের শিকার হন বিরাট কোহলি।
