মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

কাতারে বোমারু বিমান পাঠিয়ে উত্তেজনা বাড়াল যুক্তরাষ্ট্র

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৭ এএম, ১২ মে ২০১৯ রোববার

ইরানের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই কাতারে চারটি বি-ফিফটিটু বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সাথে যুদ্ধজাহাজ, মিসাইল প্রতিরক্ষ ব্যবস্থাসহ ভারি অস্ত্র পাঠানো হয়েছে। খবর বিবিসি'র।

মার্কিন সেনাদের ওপর আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান; ট্রাম্প প্রশাসনের এমন অভিযোগের দুই দিন পর মধ্যপ্রাচ্যে রণতরী ও বোমারু বিমান পাঠালো যুক্তরাষ্ট্র। অবশ্য যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ অস্বীকার করেছে ইরান। রণতরীসহ যুক্তরাষ্ট্রের এই বোমারু বিমানের মোতায়েনকে পুরানো খবর বলে উড়িয়ে দিয়েছে দেশটি।

এটাকে মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে ভয় পাইয়ে দেয়ার কৌশল হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। গত বছর ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতির স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

এর পর থেকেই দেশ দু'টির মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। অর্থনৈতিকভাবে দুর্বল করতে ইরানের তেল বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।