মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

‘‌টাইম ম্যাগাজিনের লেখক পাকিস্তানি’‌, দাবি বিজেপির!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৩ এএম, ১২ মে ২০১৯ রোববার

টাইম ম্যাগাজিনে ‘‌ভারত ভাগের অন্যতম কারিগর মোদি’‌ বলে প্রকাশিত রিপোর্ট হইচই ফেলে দিয়েছে ভারতের রাজনৈতিক মহলে। ভোটের মুখে টাইম ম্যাগাজিনের ওই রিপোর্টে স্বভাবতই বিরোধী দলগুলোর পক্ষে জোরাল হাওয়া জুগিয়েছে। আর একইসঙ্গে চরম অস্বস্তি বাড়িয়েছে বিজেপির। 

অবশেষে শনিবার সেই ক্ষতে প্রলেপ দিতে এগিয়ে এলেন সম্বিত পাত্র। এদিন, সাংবাদিক সম্মেলন ডেকে তিনি সাফাই গেয়ে জানান, মোদিকে নিয়ে লেখা ওই রিপোর্টের লেখক আতিশ তাসির আসলে পাকিস্তানি নাগরিক। পাকিস্তানের কাছে এর থেকে ভালো কিছু আশা করা বৃথা। 

এরপরই ওই রিপোর্টটি রিটুইট করার জন্য রাহুল গান্ধীকে একহাত নিয়ে সম্বিত দাবি করেছেন, ২০১৪ সালেও অনেক বিদেশি ম্যাগাজিনে মোদিকে কটাক্ষ করে বহু লেখা ছেপেছিল। অথচ মোদি দেশকে সংগঠিত করেছেন।

 

প্রসঙ্গত, ভারতীয় সাংবাদিক মা তভলীন সিং এবং প্রয়াত পাকিস্তানি কূটনীতিক তথা শিল্পপতি সলমন তাসিরের ছেলে আতিশ বরাবরই নরেন্দ্র মোদির কট্টর সমাসোচক বলে পরিচিত রাজনৈতিক মহল এবং লেখক সমাজে। টাইম ম্যাগাজিনে তার প্রকাশিত রিপোর্ট এখন জোর চর্চার বিষয়। শুধু ওই রিপোর্ট নিয়েই নয়, মোদিকে কটাক্ষ করে পাঞ্জাবের জনসভায় কংগ্রেসনেতা নভজ্যোৎ সিং সিধুর মন্তব্যেরও কড়া সমালোচনা করেছেন সম্বিত।