কাবুলে নারী সাংবাদিককে গুলি করে হত্যা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২৩ এএম, ১২ মে ২০১৯ রোববার

আফগানিস্তানের কাবুলে দুই বন্দুকধারীর গুলিতে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কাবুলের একটি বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সাংবাদিক মিনা মঙ্গল দেশটির একজন জনপ্রিয় টিভি উপস্থাপিকা এবং সংসদের উপদেষ্টা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র নসরত রহিমি জানান, প্রাথমিকভাবে জানা গেছে মোটরসাইকেলে করে দুইজন বন্দুকধারী হামলা চালিয়েছে। তবে পুলিশ বলছে, হামলাকারী সংখ্যায় দুইজনের বেশি ছিল। ভিড়ের মধ্যে মিশে মিনার উপর নজরদারি চালানো হচ্ছিল। শনিবার সকালের এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে পুলিশ তদন্ত চালাচ্ছে।
মিনার পরিবার জানিয়েছে, বাজারের ওই এলাকা থেকে সকালে মিনা অফিস যান। সেখানেই তার গাড়ি আসে। হামলার দিনও গাড়ির জন্যই অপেক্ষা করছিলেন তিনি। সে সময় তার উপর হামলা চালানো হয়। কী কারণে এ হামলা বা মিনার কোনো শত্রু ছিল কিনা সে ব্যাপারে কিছুই জানাতে পারেনি তারা।
এক প্রত্যক্ষদর্শী জানান, বাজারে তখন প্রচুর মানুষের ভিড়। মুখ ঢাকা অবস্থায় দুই যুবক মোটরসাইকেল থেকে নেমে আচমকাই গুলি চালাতে শুরু করে। গুলির শব্দে ভিড় কমতে থাকলে সে সুযোগে ওই মহিলাকে গুলি করে বন্দুকধারীরা।
তদন্তকারীরা জানান, এ হামলার দায় এখন পর্যন্ত কোনো সংগঠনই স্বীকার করেনি। কাজেই এটা জঙ্গি হামলা কিনা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে মিনা নারীদের সুরক্ষা ও অধিকার নিয়ে দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছিলেন। আফগানিস্তানের মেয়েদের স্কুলে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন কর্মশালা করতেন তিনি। সেটাও কোনো গোষ্ঠীর মাথাব্যথার কারণ হতে পারে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া পেজে খুনের হুমকিও পেয়েছিলেন তিনি। এ হত্যার তদন্তের জন্য বিশেষ টিম তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।