বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

ডিসি সম্মেলন ১৪ থেকে ১৮ জুলাই

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০৪ এএম, ১২ মে ২০১৯ রোববার

এ বছর জেলা ডিসি সম্মেলন ১৪ থেকে ১৮ জুলাই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মুশফিকুর রহমান জানান, সম্মেলন উদ্ধোধনের পর উন্মুক্ত আলোচনায় ডিসিদের কাছ থেকে প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় শুনবেন এবং তাদেরকে নির্দেশনা দিবেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, জ্যেষ্ঠ সচিব, সচিবরা সম্মেলনের বিভিন্ন অধিবেশনে উপস্থিত থেকে ডিসি ও বিভাগীয় কমিশনারদের দিক-নির্দেশনা দিবেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। পরে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তার দিক-নির্দেশনা গ্রহণ করবেন ডিসিরা। এ সম্মেলনের অধিবেশনগুলোর সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব।