বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ইরানকে সামলাতে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন যুদ্ধজাহাজ-ক্ষেপণাস্ত্র

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৬ পিএম, ১১ মে ২০১৯ শনিবার

পরমাণু ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ইরান ও যুক্তরাষ্ট্র। চলছে বাকযুদ্ধ ও পাল্টাপাল্টি হুমকি। আর ইরানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

এ ব্যাপারে মার্কিন কর্মকর্তা জানান, উভগামী যুদ্ধজাহাজ ইউএসএস আরলিংটন উপসাগরীয় এলাকায় ইউএসএস আব্রাহাম লিংকন নামে আরেকটি যুদ্ধজাহাজের সঙ্গে যোগ দেবে।

এদিকে পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ইতিমধ্যে কাতারের ঘাঁটিতে ইউএস বি-৫২ বোমারু বিমান পৌঁছে গেছে। এছাড়া মার্কিন প্রতিরক্ষা দফতর থেকে আরও বলা হয়েছে, মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষাপটে এসব যুদ্ধযান মোতায়েনের সিদ্ধান্ত।

 

এক বিবৃতিতে পেন্টাগন জানায়,ইরানের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র। তবে ওই অঞ্চলে মার্কিন বাহিনী ও স্বার্থ রক্ষায় প্রস্তুত’ ওয়াশিংটন।