সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

বাজে আচরণের জন্য ৩ ম্যাচ নিষিদ্ধ নেইমার!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪১ এএম, ১১ মে ২০১৯ শনিবার

পিএসজির ফরোয়ার্ড নেইমার ফরাসি কাপের ফাইনালে রেনের বিপক্ষের সমর্থকের সঙ্গে বাজে আচরণ করায় তিন ম্যাচ নিষিদ্ধ হলেন। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) নেইমারের বিরুদ্ধে করা অভিযোগ খতিয়ে দেখে এ সিদ্ধান্ত দিয়েছে। 

ব্রাজিলের এই তারকা ফুটবলারকে একই সঙ্গে দুই ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞার শাস্তিও দেয় এফএফএফ। এ হিসেবে নেইমারের শাস্তি শুরু হচ্ছে আসন্ন সোমবার থেকে, তাই শনিবার অঁজির বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে খেলতে বাধা নেই তার। 

জানা গেছে, গত মাসে প্যারিসের ফাইনালে টাইব্রেকারে ৬-৫ গোলে হারে পিএসজি। ম্যাচের পর নিজেদের পদক সংগ্রহ করতে যাওয়ার সময়ে মোবাইলে ভিডিও করতে থাকা এক দর্শকের সঙ্গে বাজে ব্যবহার করেন নেইমার। হাত দিয়ে মোবাইল ফোন নামিয়ে দেওয়া ছাড়াও মুখে হালকা ঘুষি মারেন ২৭ বছর বয়সী ব্রাজিল সুপারস্টার।

 

সেই ঘটনার ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেলে নড়েচড়ে বসে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল; আবারও শাস্তি পেতে যাচ্ছেন নেইমার। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল সাইটে অশ্লীল বক্তব্য দেওয়ায় তাকে নিষিদ্ধ করেছিল উয়েফা।