সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

শ্রীলংকার ক্রিকেটার জয়াসা ও অভিষেককে নিষিদ্ধ করেছে আইসিসি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪০ এএম, ১১ মে ২০১৯ শনিবার

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে শ্রীলংকার ক্রিকেটার নয়ান জয়াসা ও অভিষেক গুনারদেনারকে নিষিদ্ধ করেছে আইসিসি।

আইসিসি বলছে, গত বছরের ডিসেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টেন ক্রিকেটে অর্থের বিনিময়ে ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত ছিলেন জয়াসা ও অভিষেক।

জয়াসা শ্রীলংকার হয়ে ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। ১০ বছরের ক্যারিয়ারে ৩০ টেস্ট ও ৯৫টি ওয়ানডে খেলেছেন তিনি। 

 

অভিষেক ১৯৯৯ থেকে ২০০৬ পর্যন্ত ৭ বছরে ৬ টেস্ট ও ৬১টি ওডিআই খেলেন।