রোববার   ২৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১   ১৯ শাওয়াল ১৪৪৫

প্রস্রাব চেপে রেখে নিজের ভয়ঙ্কর বিপদ ডেকে আনল চীনা যুবক!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১২ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

প্রস্রাব চেপে রাখার অভ্যাস অনেকের রয়েছে। কিন্তু এর ফলে না জেনে বড় বিপদ ডেকে আনছেন অনেকে। সম্প্রতি চীনের একটি ঘটনা তাই বলছে।

খবর অনুযায়ী, গত জুন মাস থেকে শারীরিক সমস্যায় ভুগছিলেন চীনের বাসিন্দা জোউ। শেষে উপায় না পেয়ে চিকিৎসকদের কাছে যান তিনি। সেখানে জোউ'র শারীরিক পরীক্ষা করতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় চিকিৎসকদের।

এক্স রে রিপোর্টে দেখা যায়, জোউ'র পাকস্থলীতে বিশাল আকৃতির একটি পাথর রয়েছে। তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অপারেশনের পরে জোউয়ের শরীর থেকে বের করা হয় পাথরটি।

জানা গেছে, পাথরটি দৈর্ঘ্যে প্রায় ১৩ সেন্টিমিটার। চিকিৎসকরা জানান, উটপাখির ডিমের সাইজের পাথরটি। অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ রয়েছেন জোউ। তবে কী করে তার শরীরে এত বড় পাথর এল? চিকিৎসকরা বলছেন, কম পানি খাওয়া, অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে থাকা কিংবা প্রস্রাব চেপে রাখার অভ্যাসের ফলে পাথর জমতে পারে মূত্রনালিতে।