বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৯ ১৪৩২   ১৯ সফর ১৪৪৭

এসেছে নতুন জেনারেশনের পালসার `নিওন`

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৭ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

একের পর এক নতুন বাইক এনে বাজার ধরে রেখেছে মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান 'বাজাজ'। প্রতিষ্ঠানটি ধারাবাহিকতা বজায় রেখে এবার বাজারে এনেছে নতুন জেনারেশনের বাজাজ পালসার ১৫০ মোটরসাইকেল। খবর এনডিটিভির।

নতুন এ বাইকের নাম দেয়া হয়েছে 'নিওন'। বাইকটির ভেতরে রয়েছে ১৪৯সিসি ডিটিএস-আই ইঞ্জিন। ইঞ্জিনে ১৩.৮ বিএইচপি শক্তি আর ১৩.৪ এনএম টর্ক পাওয়া যাবে। একই সঙ্গে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।

ইতিমধ্যে 'নিওন' বাইকটি ভারতের বাজারে ছাড়া হয়েছে। স্থানীয় বাজারে এটির মূল্য ধরা হয়েছে ৬৪ হাজার ৯৯৮ রুপি।

নিওন বাইকটির বাজারে ছাড়া হয়েছে নতুন রঙে। বর্তমান বাজারে থাকা হোন্ডা সিনি ইউনিকর্ন ১৫০, হিরো এচিভার ১৫০ ও ইয়ামাহা এসজেড-আরআর এর মতো গাড়িগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে নিওন।