বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

চীন বাণিজ্য আলোচনার `চুক্তি ভঙ্গ` করেছে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫২ পিএম, ১০ মে ২০১৯ শুক্রবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন,  চীন বাণিজ্য আলোচনার ‘চুক্তি ভঙ্গ’ করেছে।  বুধবার (৮ মে) ফ্লোরিডায় একটি প্রচারণা সমাবেশে যোগ দিয়ে এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্র ও চীন- এ ‍দু’দেশের মধ্যকার বাণিজ্য আলোচনার আগ মুহূর্তে চীনের নেতাদের দোষারোপ করে ট্রাম্প আরও বলেন, তারা চুক্তি ভঙ্গ করেছে। তারা এটা করতে পারে না। এর খেসারত দিতে হবে চীনকে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, সামরিক শক্তির আস্ফালনে ক্রমশ সংঘাতের দিকেই এগোচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র।  দক্ষিণ চীন সাগর নিয়েও ২ পক্ষের মধ্যে বিবাদ তুঙ্গে। তার উপর ক্রমেই বাড়ছে এই দুই দেশের বাণিজ্যিক লড়াই। এমন পরিস্থিতিতে ফের চীনা পণ্যের উপর শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এদিকে, চীন জানিয়েছে, শুল্ক যুদ্ধের পাল্টা জবাব দিতে মার্কিন পণ্যের উপরও কর চাপাতে দ্বিধা করা হবে না।