চলছে শহীদ বুদ্ধিজীবী দিবসের শেষ মুহূর্তের প্রস্তুতি
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
বাঙালি জাতি মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের অবদান ও ত্যাগ স্বরণে শুক্রবার ১৪ ডিসেম্বর জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করবে। দিবসটি উদযাপনে উপলক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনে নেয়া হয়ে প্রস্তুতি।
ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সেখানে সবস্তরের মানুষ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাবেন।
এদিকে নগরীর রায়ের বাজার বধ্যভূমিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মীরা।
২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। এতে নিয়োজিত আছেন ৬০ জন পরিচ্ছন্নতাকর্মী। নতুন করে বধ্যভূমির পেছনে নির্মাণ করা হয়েছে নতুন দেয়াল। এছাড়া জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে প্রতি বছরের মতো এবারো থাকছে নানা আয়োজন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা এক মিনিটে মোমবাতি প্রজ্জ্বালনের মধ্য দিয়ে শুরু হবে শ্রদ্ধা নিবেদন পর্ব। আয়োজনে শৃঙ্খলা বজায় রাখতে থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
