সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩০ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

অ্যাইল্যাশের ঘনত্ব বাড়াতে...

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৮ পিএম, ১০ মে ২০১৯ শুক্রবার

ঘন কালো অ্যাইল্যাশ সব নারীদেরই কাম্য। চোখের আবেদন বেশ খানিকটা বাড়িয়ে দেয় ঘন কালো চোখের পাতা। তবে অনেকেরই তা থাকেনা। তাই মনের মতো সাজও হয়ে ওঠেনা অনেকেরই। কেউ কেউ আবার নকল অ্যাইল্যাশ ব্যবহার করে থাকেন বিভিন্ন অনুষ্ঠানে। এই সমস্যার সমাধানে চলুন তবে জেনে নেয়া যাক পদ্ধতিটি-  

ক্যাস্টর অয়েল ব্যবহারে খুব দ্রুত বাড়বে আপনার অ্যাইল্যাশ। অনেকের ধারণা তেল লাগালে অ্যালার্জি দেখা দিতে পারে। এমন ধারণা একদমই ভুল। ক্যাস্টর অয়েল আইল্যাশ এবং আইভ্রুতে লাগালে তা ঝরে পড়ার সমস্যা কমে যায়। এই তেল ভারী হওয়ায় একটু সাবধানে ব্যবহার করা উচিত। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত।