সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩০ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

চোখের নিচের কালো দাগ দূর করতে....

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৬ পিএম, ৯ মে ২০১৯ বৃহস্পতিবার

চোখের নিচের কালো দাগ নিয়ে অনেকেই বেশ চিন্তিত থাকেন! ডার্ক সার্কলের প্রধান কারণই হল অপর্যাপ্ত ঘুম। সুস্থ থাকতে দিনে অন্তত আট ঘণ্টার ঘুম দরকার। যখনই আপনার স্লিপ সাইকেল নষ্ট হয়ে যাবে তখনই ক্রমশ চোখের নিচের কালো দাগ স্পষ্ট হবে। এজন্য যতই কাজই করুন না কেন ঘুম যেন নিয়ম মেনে আট ঘন্টার হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 

এছাড়া চোখের নিচে নিয়মিত আলুর রস লাগান। আলুর রসে ব্লিচিং এজেন্ট আছে। ফলে ডার্ক সার্কল দূর হতে সাহায্য করবে। তুলা বা কটন প্যাড আলুর রসে ভিজিয়ে চোখের উপর রাখুন। ১৫ থেকে ২০ মিনিট চোখ বন্ধ করে বিশ্রাম নিন। এছাড়াও শসা কুচি করে চোখের উপর ১০ মিনিট করে লাগিয়ে রাখলেও ভালো ফল পাওয়া যাবে। এর সঙ্গে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করুন। ল্যাক্টিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড, ভিটামিন ই এবং কে সমৃদ্ধ আই ক্রিম লাগাতে পারেন। 

চোখের নিচের ডার্ক সার্কেল পুরো চেহারার গ্ল্যামারই নষ্ট করে দেয়! এজন্য মেক-আপের ক্ষেত্রে অবশ্যই কনসিলার ব্যবহার করতে হবে। চোখের নিচে লাগিয়ে ব্লেন্ড করে নিন। হালকা ফাউন্ডেশন লাগিয়ে ব্লেন্ড করে, কমপ্যাক্ট লাগিয়ে নিন। লিক্যুইড ফাউন্ডেশন আর কমপ্যাক্টও লাগাতে পারেন।