সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৯ এএম, ৯ মে ২০১৯ বৃহস্পতিবার

ইংল্যান্ড-পাকিস্তান দলের প্রস্তুতির শুরুটা ভালো হতে দিলো না বৃষ্টি। বুধবার ওভালে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

মাঠে নামার আগে থেকে ছিল বৃষ্টির বাগড়া। প্রথমবার ৫০ ওভারের ম্যাচ কমে আসে ৪৭ ওভারে, পরের দফায় বৃষ্টিতে আরো কমে খেলা দাঁড়ায় ৪১ ওভারে। কিন্তু এরপর বৃষ্টি আর না থামায় খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

এর আগে টস হেরে ব্যাটিং নামা পাকিস্তান খেলেছে ১৯ ওভার। ওই পর্যন্ত তারা ২ উইকেট হারিয়ে করে ৮০ রান। আউট হয়েছিলেন ফখর জামান (৩) ও বাবর আজম (১৬)। অপরাজিত ছিলেন ওপেনার ইমাম-উল-হক ৪২ রানে, আর হারিস সোহেল খেলছিলেন ১৪ রান নিয়ে।

পাকিস্তানের হারানো দুটি উইকেট ভাগ করে নিয়েছেন জোফরা আর্চার ও লিয়াম প্লাঙ্কেট।

শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড-পাকিস্তান মুখোমুখি হবে সাউদাম্পটনে।