বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

কাবুলে মার্কিন ত্রাণ সংস্থার কার্যালয়ে হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ৯ মে ২০১৯ বৃহস্পতিবার

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মার্কিন ত্রাণ সংস্থার কার্যালয়ে হামলা চালিয়েছে তালেবানরা। এতে অন্তত পাঁচ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। 

বুধবার কাউন্টারপয়েন্ট ইন্টারন্যাশনাল নামের সংস্থার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরে বলা হয়েছে, পাঁচ আত্মঘাতী হামলাকারী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। হামলার পর অন্তত ২০০ জন কর্মীকে কার্যালয় থেকে বের করে নেওয়া হয়েছে।

তালেবানের দাবি, কাউন্টারপয়েন্ট ইন্টারন্যাশনাল এনজিওটি ক্ষতিকর পশ্চিমা কর্মকাণ্ডে যুক্ত।

কাতারে যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যকার শান্তি আলোচনার ষষ্ঠ পর্ব চলার সময়েই এই হামলা হলো। ১৮ বছরের যুদ্ধের ইতি টানতে এই আলোচনা চলছে।