নুসরাত হত্যা: শাহাদাতসহ তিনজন ফের রিমান্ডে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:২৫ পিএম, ৮ মে ২০১৯ বুধবার
ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার আসামি শাহাদাত হোসেন শামীমসহ তিনজনকে আরো এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
তারা হলেন, শাহাদাত হোসেন শামীম, জাবেদ হোসেন ও জোবায়ের আহমেদ।
বুধবার দুপুরে তাদের ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে দুই দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে বিচারক মো. জাকির হোসেন তাদের রিমান্ড মঞ্জুর করেন।
ফেনী পিবিআই’র পরিদর্শক মো. শাহ আলম বলেন, নুসরাত হত্যার আলামত উদ্ধার ও শনাক্তকরণের জন্য শাহাদাত, জাবেদ, জোবায়েরকে একদিনের রিমান্ডে দিয়েছে আদালত।
গেলো ৬ এপ্রিল সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পাশের ভবনের ছাদে শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে ওই মাদরাসারই অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার অনুসারীরা। পাঁচদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় নুসরাত। এ ঘটনায় তার ভাই মাহমুদুল হাসান নোমানের করা মামলায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১২ জন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
