সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩০ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

যে খাবারগুলো একসঙ্গে খাওয়া সাস্থ্যের পক্ষে ক্ষতিকর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ৮ মে ২০১৯ বুধবার

আমারা অনেকেই আছি যে পছন্দের খাবারগুলো দেখলে ভালো মন্দ না বুঝেই খাওয়া আরম্ভ করি। কিন্তু জানেন কী, কিছু কিছু খাবার আছে যা কখনোই একসঙ্গে খাওয়া উচিত নয়। 

যখনই খাবারের মেনু ঠিক করবেন মনে রাখবেন যেন সেই খাবারগুলো একসঙ্গে না থাকে যা আপনার জন্য ক্ষতিকর। চলুন তবে দেখে নেয়া যাক যে খাবারগুলো একসঙ্গে খাওয়া ঠিক না-
 
বার্গার ও ফ্রায়েজ: বার্গারের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই যেন স্বাদ দিগুণ করে। আবার দোকানগুলোতেও বার্গারের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই দেয়া হয়। কিন্তু জানেন কী, এই ফ্রাই আর বার্গার একসঙ্গে খাওয়া উচিত নয়। এতে রক্তে বেশি সুগার তৈরি হয়। যার ফলে খাওয়ার পর পরই ক্লান্তি চলে আসে। 

পিৎজা ও সোডা: অনেকেই আছেন যাদের পিৎজার সঙ্গে সোডা বা কোলা না হলে চলেই না। কিন্তু জানেন কী, এই দুই খাবার পাকস্থলি একসঙ্গে নিতে পারে না। ফলে হজমের সমস্যা দেখা যায়। একই সঙ্গে আপনার এনার্জিও কমিয়ে দেয়।  

ডিম ও বেকন: ব্রেকফাস্ট প্ল্যাটারে ডিম ও বেকন একসঙ্গে খাওয়া উচিত নয়। কারণ দুটো খাবারই শক্তির উৎস। আর এই দুই খাবার থেকে যে শক্তি উৎপন্ন হয় তা খুব তাড়াতাড়ি আবার স্তিমিত হয়ে যায়। ফলে অলসতা চলে আসে।  

দই ও ফল: ওজন কমানোর জন্য অনেকেই দইয়ের মধ্যে আপেল, আঙুল, খেজুর ও অন্যান্য শুকনো ফল মিশিয়ে খেতে ভালোবাসেন।  কিন্তু এই খাবার মোটেই ভালো নয়। কারণ দই ও ফল একসঙ্গে খেলে অ্যাসিড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার প্রয়োজনীয় ফাইবারও ভেঙে যায়। এছাড়া কোল্ড অ্যালার্জি হওয়ার সম্ভাবনাও থাকে।  

কর্নফ্লেক্স ও জুস: সকালের নাস্তায় দুধ কর্নফ্লেক্স আর অরেঞ্জ জুস খেয়ে থাকেন অনেকেই। এই খাবার এনজাইম ভেঙে দেয় ফলে অ্যাসিড হয়। এছাড়া এটি দরকারি কার্বোহাইড্রেটকেও ভেঙে দেয়।