বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

বিশ্বের প্রথম হাইটেক নিরাপত্তার মসজিদ ক্রাইস্টচার্চ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১১ পিএম, ৮ মে ২০১৯ বুধবার

বিশ্বের কোনো মসজিদে প্রথমবারের মতো হাইটেক সিকিউরিটি ক্যামেরা ব্যবহৃত হচ্ছে নিউজিল্যান্ডে। দেশটির সাম্প্রতিক হামলার শিকার ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে এই ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। টেক্সাস কম্পানি এথেনা সিকিউরিটি ক্যামেরাটি তৈরি করেছে।

কম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, হাইটেক সিকিউরিটির এই ক্যামেরায় রয়েছে কৃত্রিম বুদ্ধিবৃত্তিক ক্ষমতা। এটি অস্ত্রধারীকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে মুহূর্তে এর লাইভ ভিডিও অ্যালার্ট পাঠাতে সক্ষম কর্তৃপক্ষের কাছে।

ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে বসানো ক্যামেরাটির অর্থ জোগান দিয়েছে ইসলামিক চ্যারিটিস অ্যান্ড ফাউন্ডেশনস।

 

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলায় স্তব্ধ পুরো বিশ্ব। উঠেছে নিন্দার ঝড়। এ হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। ৪১ জন নিহত হয়েছেন আল নূর মসজিদে এবং ৭ জন মারা গেছেন লিনউড মসজিদের ঘটনায়। আরেকজন হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় মারা যান।