বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ১, আহত ৭

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ৮ মে ২০১৯ বুধবার

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের একটি স্কুলে মঙ্গলবার বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এ হামলায় অন্তত ১ জন শিক্ষার্থী নিহত ও গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন।

এ ব্যাপারে এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই শিক্ষার্থীর বয়স ১৮ বছর। এছাড়া হামলায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ২ জন সন্দেহভাজনকারীকে আটক করেছে দেশটির পুলিশ।

এদিকে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, হামলাকারীরাও ওই স্কুলেরই শিক্ষার্থী।

 

এ ব্যাপারে ডগলাস কাউন্টি শেরিফ টনি স্পারলক বলেন, দুই হামলাকারী হেঁটে স্টেম স্কুল হাইল্যান্ডস র‍্যাঞ্চে যায় এবং দুইটি শ্রেণিকক্ষে প্রবেশ করে গুলি চালায়। পরে পার্শ্ববর্তী শেরিফ বিভাগের সাবস্টেশন ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছান এবং তাদের গ্রেফতার করতে সক্ষম হয় বলে খবরে বলা হয়েছে।