সোমবার   ২৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৬ ১৪৩১   ২০ শাওয়াল ১৪৪৫

জার্মানি সফর বাতিল করে ইরাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০১ পিএম, ৮ মে ২০১৯ বুধবার

ইরানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই ইরাক সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বার্লিন সফর বাতিল করে তিনি ইরাকি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। মোট ৪ ঘণ্টা তিনি ইরাকের রাজধানী বাগদাদে ছিলেন। এ সফর সম্পর্কে আগে থেকে কিছু জানানো হয়নি।

মাইক পম্পেওর এই সংক্ষিপ্ত ইরাক সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি যুক্তরাষ্ট্র সরকার। পম্পেও সাংবাদিকদের বলেছেন, তিনি ইরাকি নেতাদের সঙ্গে কথা বলতে চেয়েছেন। তাদের এটা নিশ্চিত করতে চেয়েছেন যে ইরান একটি স্বার্বভৌম ও স্বাধীন দেশ এবং এটা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দেয়া ইরানের হুমকির জবাবে এই অঞ্চলে একটি বিমানবাহী ক্যারিয়ার মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার জানানো হয়েছে, বি-৫২ নামের একটি বোমারু টাস্কফোর্স মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ইরাক সফর করলেন পম্পেও।