বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

গাজায় ইফতার বিতরণ করছে তুরস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ৮ মে ২০১৯ বুধবার

গাজায় দরিদ্র ফিলিস্তিনি পরিবারের মাঝে ইফতার বিতরণ করেছে তুরস্কের রাষ্ট্রীয় সাহায্য সংস্থা টিআইকেএ। পবিত্র রমজান মাস শুরু হওয়ার প্রথম দিনেই তারা ইফতার বিতরণ করে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিআইকেএ) সোমবার প্রথম রোজার দিন উত্তর গাজার জুহর আল ডিক অঞ্চলে এক হাজার দরিদ্র পরিবারের মাঝে ইফতারের খাবার পরিবেশন করেছে।

তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিআইকে’র পক্ষ থেকে বলা হচ্ছে, গোটা রমজান মাস জুড়ে উপকূলীয় এলাকার দরিদ্র পরিবারগুলোর মাঝে ইফতারের খাবার পরিবেশন করার পরিকল্পনা রয়েছে তাদের।

 

সম্প্রতি ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুরু হওয়া সহিংসতায় গত দুইদিনে ২৩ জন ফিলিস্তিনি ও চারজন ইসরায়েলি নিহত হয়েছেন। মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। আর এমন সময়ে পবিত্র রমজান শুরু হয়েছে।