সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

সৌম্যের দুর্দান্ত হাফসেঞ্চুরি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩২ পিএম, ৮ মে ২০১৯ বুধবার

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে উইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত হাফসেসঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশি ওপেনার সৌম্য সরকার। ৪৭ বল খেলে ৭ চার ও ১টি ছয়ের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন তিনি।

এটি তার ক্যারিয়ারের অষ্টম অর্ধশতক। তার ব্যাটিং ক্যারিয়ারে রয়েছে দুইটি শত রানের ইনিংস। সর্বোচ্চ ১২৭ রান। 

উইন্ডিজের ছুড়ে দেওয়া ২৬২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দুই তারকা ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারের ব্যাটে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৯৩ রান।

 

এর আগে, টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারও দুর্দান্ত শুরু এনে দেন। উদ্বোধনী জুটিতে শাই হোপ ও সুনিল অ্যামব্রিজ যোগ করেন ৮৯ রান। অ্যামব্রিজ ৫০ বলে ৩৮ রান করে ফিরলেও সেঞ্চুরি নিয়ে মাঠ ছাড়েন শাই হোপ। তার ১০৯ রানের ইনিংসে ছিল ১১টি চার ও একটি ছক্কার মার। 

এদিকে, শুরুতে সুবিধা করতে না পারলেও মাঝের সময়ে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবীয়দের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ক্রিজে দাঁড়াতে পারেনি। এ সময় কেবল রোস্টন চেজের ব্যাট থেকে আসে ৫১ রান। বাকিরা বলার মতো কোনো রান পাননি। 

বাংলাদেশের পক্ষে উইকেট একটি করে পেলেও দুর্দান্ত বোলিং করেছেন সাকিব ও মিরাজ। তবে ১০ ওভারে ৪৯ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে টাইগারদের সেরা বোলার মাশরাফি। এছাড়া, দুটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজ।