বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৮ ১৪৩২   ০১ রবিউস সানি ১৪৪৭

কবে বিয়ে করছেন ক্যাটরান?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৫ এএম, ৮ মে ২০১৯ বুধবার

আনুষ্কা শর্মা-বিরাট কোহালি। রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন। প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস। এই তিন দম্পতির রাজকীয় বিয়ের সাক্ষী থেকেছে বলিউড। এরপর বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালও নিজেদের বিয়ের দিন ঘোষণা করেছেন। এই আবহে কবে বিয়ে করছেন, এ প্রশ্নটা ক্যাটরিনা কইফের কাছে যাওয়া খুব একটা আশ্চর্যের নয়। নিজের চ্যাট শো-এ ক্যাটরিনাকে ডেকে এ প্রশ্ন করার লোভ সামলাতে পারেননি আরবাজ খানও। 

বিয়ের প্রশ্নে ক্যাটরিনার স্পষ্ট জবাব, বিয়ে কবে করব জানি না। জীবন খুবই অনিশ্চিত। তবে মানুষ হিসেবে বিয়ে নামের প্রতিষ্ঠান বা সন্তান- এ সবে বিশ্বাস রয়েছে। ফলে বিয়ে করতেই পারি। কিন্তু এখন আর কোনো কিছুকেই সিরিয়াসলি নিই না।

কখনো সালমন খান, কখনো বা রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। রণবীরের সঙ্গে প্রেমের কথা পরোক্ষ ভাবে হলেও স্বীকার করে নিয়েছিলেন নায়িকা। মেনে নিয়েছিলেন ব্রেকআপের কথাও। কিন্তু এই মুহূর্তে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, বা বিয়ে কবে করবেন সে বিষয়ে তেমন কোনো ইঙ্গিত আরবাজের শো-এ দেননি ক্যাটরিনা।