এক পিস শাহী জিলাপির দাম ৪০০ টাকা!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪৭ এএম, ৮ মে ২০১৯ বুধবার

পবিত্র রমজান মাস শুরু হয়েছে। মঙ্গলবার ছিল প্রথম রোজার প্রথম ইফতারি। আর ইফতারি কিনতে বরাবরের মতই ভিড় জমে রাজধানীর চকবাজারে।
চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার সামগ্রীর দেশজুড়েই পরিচিত।
ব্যবসায়ীরা জানান, রোজায় চকের ইফতারি বাজারে সাধারণ জিলাপি ১৫০ থেকে ১৭০ টাকা কেজি, শাহী জিলাপি ১৮০ থেকে ২০০ টাকা কেজি আর ঘিয়ে ভাজা জিলাপি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা কেজি।
চকবাজারের জিলাপি ব্যবসায়ী নাজিমউদ্দিন বলেন, ক্রেতাদের আকৃষ্ট করতে তিনি এবার তৈরি করেছেন দুই কেজি ওজনের জিলাপি। প্রতি কেজি ২০০ টাকা দরে তিনি এক পিস শাহী জিলাপি বিক্রি করছেন ৪০০ টাকায়।
তিনি আরো বলেন, ২০ বছর ধরে চকে জিলাপি ব্যবসা করছি। আমাদের শাহী জিলাপি পছন্দ করে না এমন লোক নেই। এক সময় ৬০ টাকা কেজি দরে জিলাপি বিক্রি করেছি। কিন্তু সবকিছুর দাম বাড়ার কারণে এখন ২০০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।