শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

কোহলির গলায় মালা দেওয়ার কথা ছিল তার

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪৬ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

বিরাটের সঙ্গে তার সম্পর্কের কথা গোপন কিছু নয়। সম্পর্কের রসায়নের কারণে ঠিক তিনিই হতে পারতেন বিরাটের স্ত্রী। কিন্তু সেই সম্পর্ক এখন অতীত। তবে ধারে ভারে তিনিও কম নন। নানা সময়ে আন্তর্জাতিক ভাবে সেরার শিরোপা পেয়েছেন। তিনি তামান্না ভাটিয়া, উত্তর থেকে দক্ষিণ, সারা ভারত মজে আছে তার মোহিনী রূপে। দেখুন তারই কিছু বাছাই ছবি।

এবেলা পত্রিকার খবরে বলা হয়, মাত্র পনেরো বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন তামান্না।

২০০৫ সালে ‘চান্দ সা রোসন চেহারা’ ছবিতে প্রথম দেখা যায় তাকে। ওই বছরেই গায়ক অভিজিৎ সাওয়ান্ত-এর লাফজো মে গানটির মিউজিক ভিডিওতেও মুখ দেখিয়েছিল তামান্না।

তেলুগু ছবিতে তামান্না প্রথম পা রাখেন ‘শ্রী’ (২০০৬) ছবিটির মধ্যে দিয়ে। প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে তামান্না স্যাটার্ন আওয়ার্ডের জন্য মনোনীত হন।

বাহুবলী (২০১৫) ও বাহুবলী ২ (২০১৭) ছবিতে অবন্তিকার চরিত্রে অভিনয় তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। বিরাটের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় ২০১২ সাল নাগাদ। বেশ কিছু দূর এগোনোর পরে তারা সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।

ভারতীয় সিনেমায় অবদানের জন্য সাম্মানিক ডক্টরেটও পেয়েছেন তামান্না।