বিজ্ঞাপন বন্ধ করতে অজয়কে মরণাপন্ন ফ্যানের আকুতি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার

৪০ বছর বয়সের নানাক্রম মীনা ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। তিনি অজয় দেবগণের খুবই বড় ভক্ত। অজয়ের কাছে মীনার আবেদন, তিনি যেন তামাকজাত কোনও দ্রব্যের বিজ্ঞাপনে কাজ না করেন।
এই সময় পত্রিকার খবরে বলা হয়, রোগীর পরিবারের দাবি, অজয় বিজ্ঞাপন করেন এমনই একটি দ্রব্য রোজ খেতেন মীনা। তবে এর প্রভাব বুঝতে পারেন তার শরীরে ক্যানসার বাসা বাঁধার পর। এরপর প্রায় এক হাজার লিফলেট বিলি করা হয় জয়পুর ও আশপাশের এলাকায়।
ওই লিফলেটে মীনা অজয়কে জানিয়েছেন, তিনি ও তার পরিবার কতটা পরিমাণে তামাকজাত দ্রব্য সেবন করেছেন। এরই সঙ্গে তিনি লিখেছেন, মদ, সিগারেট ও তামাকজাত দ্রব্য শরীরের ক্যানসারের কারণ। বলিউডের কোনও অভিনেতার এমন দ্রব্যের বিজ্ঞাপনে কাজ করা উচিত নয়।
নানাক্রমের ছেলে দীনেশ মীনাও বাবার শরীরের কথা জানিয়ে অজয়ের কাছে একই আবেদন করেছেন। তিনি জানিয়েছেন, নানাক্রম চায়ের দোকান চালাতেন। ক্যানসার ধরা পরার পর থেকে তিনি আর কথা বলতে পারেন না। এখন জয়পুর এলাকায় দুধ বিক্রির কাজ করে তার পরিবার।
কাজের ক্ষেত্রে অজয় দেবগণ আপাতত ব্যস্ত তার আগামী ছবি 'দে দে পেয়ার দে'র শুটিং নিয়ে। ছবিতে দেখা যাবে টাবু, রাকুলপ্রীত সিংকেও। ছবি মুক্তি পাওয়ার কথা ১৭ মে।