সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেটের অদ্ভুত নিয়ম! মোটরসাইকেলে চেপে রান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার

ক্রিকেট ম্য়াচ হলেও ক্রিকেটের মতো নিয়ম-কানুন নেই এখানে। আইসিসির নিয়মের সঙ্গে তার কোন মিল নেই। ব্যাটসম্যান সিঙ্গলস নিচ্ছেন বাইকে চেপে। এটাই এই ম্যাচের স্পেশাল ব্যাপার। এমন নিয়ম শুধুমাত্র এই ক্রিকেট ম্যাচের জন্যই বানানো হয়েছে যেন!

কোন এক পাড়ার ক্রিকেট ম্যাচ। খেলাটি কোথায় হয়েছে তা অবশ্য জানা যায়নি। অদ্ভুত নিয়মে খেলা হচ্ছে সেই ম্য়াচ। ব্যাটসম্যান সেখানে শট মেরে দৌড়ে রান নিচ্ছেন না। শট মারছেন, তারপর চেপে বসছেন মোটরসাইকেলে। নন-স্ট্রাইকারকেও বাইকে চেপেই ক্রিজের আরেক পাশে আসতে হচ্ছে। এমন আজব ক্রিকেট ম্যাচের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

এর আগেও অবশ্য একাদিক আজব নিয়মের ক্রিকেট ম্য়াচের ভিডিও ভাইরাল হয়েছে। কিছুদিন আগে একটি ম্যাচে যেমন দেখা যাচ্ছিল, ব্য়াটসম্যান লম্বা একটা গাছের ডাল ক্রিজের এক পাশ থেকে আরেক পাশে ছুঁইয়ে সিঙ্গলস নিয়ে নিচ্ছেন। বলাবাহুল্য, কেউ বা কারা নেহাত মজার জন্যই এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। অনেকে আবার এই ভিডিও দেখার পর লিখেছেন, এভাবে রান নিলে তো রান-আউট হওয়ার কোন আশঙ্কা থাকবে না।