বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

৭.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৬ এএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার

৭.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি। মার্কিন ভূতত্ত্ব বিশেষজ্ঞ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় মঙ্গলবার ভোরে ৭টা ২০ মিনিটের দিকে শক্তিশালী এই ভূকম্পন অনুভূত হয়। ভূকম্পের কেন্দ্র ছিল মাটি থেকে ১২৭ কিমি গভীরে। বুলোলো শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর পশ্চিমে।

পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মরেসবিতেও কম্পন অনুভূত হয়। একই দিনে দ্বিতীয় বার কাঁপল পাপুয়া নিউগিনি। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর নেই। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

এর আগে সোমবার দুপুর ২টা ১৩ মিনিটে ৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পানগুয়ানা। শহর থেকে ৭৬ কিমি পশ্চিমে ও মাটি থেকে ৫৯ কিমি গভীরে ছিল এর উৎস। এই কম্পনেও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।