খিলক্ষেতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩৪ এএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার
রাজধানীর খিলক্ষেতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাতে তিনশ’ ফিটসংলগ্ন ডুমনী সড়কের পাশে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক ওই মাদক ব্যবসায়ীর নাম পরিচয় জানা যায়নি।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, রাতে একদল মাদক ব্যবসায়ীকে ধরতে তিনশ’ ফিট এলাকায় অভিযানে যায় তারা। এসময় একদল মাদক ব্যবসায়ী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে।
এরপর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন।
