সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

ম্যারাথনে `স্কার্ট` না পরায় বিশ্বরেকর্ড গড়েও বাদ!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৬ মে ২০১৯ সোমবার

পেশায় রয়্যাল লন্ডন হাসপাতালের নার্স জেসিকা অ্যান্ডারসন। চাকরির ফাঁকে রবিবার সকালে তিনি ম্যারাথনে দৌঁড়ান। কিন্তু ম্যারাথনের জন্য নির্ধারিত নীল-সাদা ড্রেস তিনি পরেননি। এর বদলে তার পরনে ছিল স্ক্রার্বস আর প্যান্ট। যা আসলে নার্সের অফিসিয়াল পোশাক। যে কারণে ফিনিশিং পয়েন্টে সবার আগে পৌঁছে বিশ্বরেকর্ড গড়েও তার নাম উঠলো না গিনেস বুকে! 

গিনেসের এই পুরনো ধ্যানধারণায় স্তম্ভিত নার্স। তার কথায়, এই তথ্য আগেই জানানো উচিত ছিল। এমনকী তিনি বিষয়টি আরও একবার ভেবে দেখবার প্রস্তাব দেন। তাও নাকচ করে দেয় গিনেস কর্তৃপক্ষ। 

জেসিকার এই এই ঘটনাটি নিয়ে সোশ্যাল সাইট এবং গণমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্রেফ পোশাক না পরায় রেকর্ডের স্বীকৃতি থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি কেউ ভালো চোখে দেখছেন না। এর দ্বারা প্রতিভার অবমূল্যায়ন হয়েছে বলে মনে করছেন বেশিরভাগ মানুষ।

 

চলতি বছর ৪ লক্ষেরও বেশি মানুষ লন্ডন ম্যারাথনে অংশ নিয়েছিলেন। জেসিকা মাত্র ৩ ঘন্টা ৮ মিনিট ২২ সেকেন্ডে তার দৌড় শেষ করেন। গিনেস কর্তৃপক্ষকে এই বিষয়ে প্রশ্ন করলে তাদের পক্ষ থেকে বলা হয়, জেসিকার চেহারা ভারী এবং তিনি অন্যদের তুলনায় আস্তে ছুটেছেন। 

জেসিকা জানিয়েছেন, শুধুমাত্র হাসপাতালে তার ওয়ার্ডের উন্নতির জন্যই তিনি এখানে এসেছিলেন। রেকর্ড গড়ে সমাজসেবা করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য।